নিজস্ব প্রতিবেদক। ০১ মে ২০২৫ ০৫:৪৩ পি.এম
ছবি: সংগ্রহীত
মহান মে দিবস হচ্ছে শোষণ-বৈষম্যর বিরুদ্ধে সংগ্রামের প্রতীক: সৈয়দ আমিরুজ্জামান
শ্রীমঙ্গল, ০১ মে ২০২৫ : মহান মে দিবস হচ্ছে মানুষ কর্তৃক মানুষকে শোষণ-বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামের প্রতিক। শতাব্দীপূর্ব শ্রমিকের সেই আন্দোলন সাফল্য ছিনিয়ে এনেছিল প্রতিষ্ঠিত হয় ৮ ঘণ্টা শ্রমের সময় সীমা। আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করে মহান মে দিবস। পৃথিবীতে যতদিন শ্রমজীবি মানুষের অস্তিত্ব থাকবে, শ্রেণি শোষণ থাকবে ততদিন এই দিনটি মুক্তিকামী মানুষের সংগ্রামের প্রতিক হিসেবেই পালিত হবে।
নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বুক, সাপ্তাহিক সবেতন ছুটি, সামাজিক সুরক্ষা নিশ্চিত কর; আপদকালীন নগদ অর্থ ও খাদ্য সহায়তা দাও এবং সামাজিক বৈষম্যের অবসান চাই; ন্যুনতম বেতন কাঠামো ঘোষণা কর ও অগ্রাধিকার ভিত্তিতে আইনগত ও সাংবিধানিক অধিকারের নিশ্চয়তা চাই।– এই শ্লোগান ও দাবীকে সামনে রেখে মহান মে দিবসের ১৩৯তম বার্ষিকী ও শ্রমজীবি মানুষের আন্তর্জাতিক সংহতি দিবসে বাংলাদেশসহ বিশ্বের সকল শ্রমজীবি ও মেহনতী মানুষকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে শ্রীমঙ্গল উপজেলা দোকান কর্মচারী কল্যাণ ইউনিয়ন কর্তৃক আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)-এর প্রশিক্ষক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান এসব কথা বলেন।
বৃহস্পতিবার (১লা মে ২০২৫) সকাল ১০টায় শ্রীমঙ্গল উপজেলা দোকান কর্মচারী কল্যাণ ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক নবচেতনার প্রতিনিধি আফজাল হোসেইনের সঞ্চালনায় শহরের ভানুগাছ রোডস্থ সংগঠনের কার্যালয়ের সম্মুখে এবং প্রধান প্রধান সড়কে র্যালী শেষে চৌমুহনা চত্বরে আয়োজিত সমাবেশে তিনি বক্তব্য দেন।
শ্রীমঙ্গল উপজেলা দোকান কর্মচারী কল্যাণ ইউনিয়নের সভাপতি রনধীর চৌধুরী রঞ্জু’র সভাপতিত্বে র্যালীতে আরও অংশ নেন দৈনিক দেশ বুলেটিন পত্রিকার প্রতিনিধি কমরেড দেওয়ান মাসুকুর রহমান, মর্নিং পোস্ট পত্রিকার প্রতিনিধি ও গীতিকার পারভেজ হাসান, শ্রীমঙ্গল উপজেলা দোকান কর্মচারী কল্যাণ ইউনিয়নের সহসাংগঠনিক সম্পাদক মো. শামীম, দোকান কর্মচারী ইউনিয়নের প্রচার সম্পাদক মো. শাহীন মিয়া, সংগঠনের সদস্য গৌতম পাল নিপুণ, চিনু লাল, রত্নময় পাল রাজু, মো. কবির মিয়া, হুমায়ুন মিয়া, কাঞ্চন এবং প্রায় ৪ হাজার কর্মচারীদের একমাত্র ট্রেড ইউনিয়ন সংগঠন শ্রীমঙ্গল উপজেলা দোকান কর্মচারী কল্যাণ ইউনিয়নের প্রায় শতাধিক সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
কমরেড সৈয়দ আমিরুজ্জামান র্যালীপুর্ব সমাবেশে শ্রদ্ধার সাথে স্মরণ করেন আত্মত্যাগী মে আন্দোলনের সংগঠক, নেতা-কর্মী ও শ্রমিকদের।
সমাবেশে কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, আন্তর্জাতিক শ্রমিকশ্রেণীর আন্দোলন-সংগ্রামের ইতিহাসে ১ মে এক ঐতিহাসিক সংগ্রাম বিপ্লবী শপথে ঐক্যবদ্ধ ও প্রদীপ্ত হওয়ার দিন।
নতুন এক অভিজ্ঞতা ও বাস্তবতা বিবেচনায় নিয়ে কর্মসংস্থানের নিশ্চয়তা সহ উন্নয়ন সমৃদ্ধি অগ্রযাত্রার স্বল্প ও দীর্ঘ মেয়াদি আর্থসামাজিক টেকসই কর্মসূচি প্রণয়ন ও দ্রুত বাস্তবায়নের রোডম্যাপসহ বৈষম্যহীন ব্যবস্থা প্রবর্তনের জন্য আন্দোলন-সংগ্রামের নতুন এক দায় নিয়ে উপস্থিত হয়েছে এবারের মে দিবস। শ্রমিক শ্রেণি ও সকল স্তরের জনগণসহ রাষ্ট্র, সরকার ও প্রশাসনের স্ব স্ব দায়িত্ব পালনে যথাযথ ভূমিকা পালন প্রত্যাশিত।
অনেক ত্যাগ, রক্ত, সংগ্রামের মধ্যে দিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায় ৮ ঘন্টা শ্রম দিবসের দাবী। কিন্তু এর মধ্যে তা সীমাবদ্ধ ছিল না, এটা কোন বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এটা হচ্ছে শ্রমিকশ্রেণির মুক্তির লক্ষ্যে মজুরী দাসত্ব ব্যবস্থা তথা পুঁজিবাদী ব্যবস্থার উচ্ছেদ করে বৈষম্যহীন আর্থসামাজিক ব্যবস্থার প্রতিষ্ঠায় মহান সংগ্রামের অবিচ্ছেদ্য অংশ।
মে দিবসের বৈপ্লবিক তাৎপর্য তুলে ধরে মহামতি কমরেড কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, শুধু ৮ ঘন্টা শ্রমদিবসের জন্য মে দিবসের সমাবেশ নয়, তাকে অবশ্যই সামাজিক পরিবর্তনের মাধ্যমে শ্রেণি বৈষম্য নিরসন করার নিমিত্তে দোকান কর্মচারীদের দৃঢ় সংকল্প গ্রহণের সমাবেশে পরিণত করতে হবে।
তিনি বলেন, মে দিবসের বিপ্লবী তাৎপর্য ও শিক্ষা তাই আজও অম্লান। এই শিক্ষাকে সামনে রেখে অর্জিত অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়ে আজ আমাদের অগ্রসর হতে হবে। শ্রমিকশ্রেণীর ধারাবাহিক সংগ্রামের ফলে মে দিবস আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়ে দেশে দেশে প্রতি বছর পালিত হচ্ছে।
শ্রীমঙ্গল উপজেলা দোকান কর্মচারী কল্যাণ ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক নবচেতনার প্রতিনিধি আফজাল হোসেইন বলেন, ১৮৮৬ সালের মে মাসে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে ৮ ঘন্টা শ্রম দিবসের দাবীতে শ্রমজীবী মানুষের যে অগ্নিঝরা সংগ্রাম রচিত হয়েছিল, তারধারা এখনো বিদ্যমান। শ্রমিক শ্রেণি সহ দোকান-কর্মচারীরা তাদের অধিকারের জন্য লড়াই করছে। অবাধ ট্রেড ইউনিয়নের অধিকার ক্রমাগত আক্রমণের মুখে। নিয়োগ পত্র, পরিচয় পত্র, সার্ভিস বুক, সাপ্তাহিক ছুটি, উৎসব ছুটি সহ অন্যান্য আইনগত ও সাংবিধানিক অধিকারের নিশ্চয়তা নেই। বেঁচে থাকার জন্য মর্যাদাপূর্ণ নিম্নতম মজুরী বা বেতন কাঠামোও নির্ধারিত হয়নি। নিজ শ্রেণি স্বার্থ রক্ষায় দোকান কর্মচারীসহ শ্রমিক শ্রেণিকেই ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। আসুন মহান মে দিবসের চেতনায় শানিত হয়ে সেই সংগ্রামের পথে নিয়োজিত হই।
যাত্রাপথে জ্ঞানের ছোঁয়া-শ্রীমঙ্গল রেলওয়ে ষ্টেশনে ত্রীদের জন্য "পাঠক কর্নার" উদ্বোধন
শ্রীমঙ্গলের রীমা সিলেট থেকে উদ্ধার: খালা ও তার স্বামীকে গ্রেফতার।
এক সময় সাপ ধরতো এখন সে ও সাংবাদিক পরিচয় দিয়ে বেড়াচ্ছে !
কমলগঞ্জ উপজেলা জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত।
মৌলভীবাজারে চালু হলো ‘আপনার এসপি’।
দক্ষিণ সুরমায় খেলাফত মজলিসের মাসিক নির্বাহী বৈঠক অনুষ্ঠিত।
মোগলাবাজার থানায় পুলিশী সেবাভিত্তিক অ্যাপ “GenieA” এর শুভ উদ্বোধন।
শ্রীমঙ্গলে বিশ্বসাহিত্য কেন্দ্রের চারদিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন
শিক্ষকদের সাথে নিসচা কমলগঞ্জ শাখার মতবিনিময় অনুষ্ঠিত।
শ্রীমঙ্গল পুলিশের হাতে আটক দীর্ঘদিন ধরে পলাতক সাজাসহ চার মামলার আসামি সঞ্জয় ।
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখার পরিচিতি ও মাসিক সভা অনুষ্ঠিত।
মৌলভীবাজারে জেলা প্রশাসকের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ ।
শ্রীমঙ্গল থানায় একইসাথে সাবেক সার্কেলের বিদায় ও নবাগত সার্কেলের বরণ সংবর্ধনা অনুষ্ঠিত।
শ্রীমঙ্গলে ভূনবীরে সংঘটিত অগ্নিকান্ডের প্রকৃত কারন অনুসন্ধানে সাক্ষ্য গ্রহণ সংক্রান্ত নোটিশ।
শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে অভিযান:জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস ইউএনও'র ।
সড়কে চাঁদা তোলা থামাতে গিয়ে মার খেলেন অতিরিক্ত পুলিশ সুপার,
শমশেরনগর হাসপাতাল চত্ত্বরে অমরাবতির বৃক্ষরোপন সম্পন্ন.
কর্দমাক্ত কাঁচা সড়কে জনভোগান্তি : চরম দুর্ভোগে গ্রামবাসী,,
সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন এর নেতৃবৃন্দের সার্বজনীন শ্রী শ্রী কালি বাড়ী মন্দির কমিটির পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
শ্রীমঙ্গল উপজেলাজুড়ে ব্যাপক সাড়া জাগানো KSA ফুটবল টুর্ণামেন্ট ২০২৫।
কমলগঞ্জে স্বপ্নসারথি গ্র্যাজুয়েশন ২০২৫ অনুষ্ঠিত ।
শ্রীমঙ্গলের চলন্তিকা মাঠে জমে উঠেছে জমজমাট ফুটবল টুর্নামেন্ট ।
ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা ইংরেজিতে দক্ষতা জন্য গুড নেইবারসে আয়োজন।
শ্রীমঙ্গলে ভয়াবহ অগ্নিকাণ্ডে পিতা, মাতা ও ছেলে সহ - আহত - ৩
ইসলামী ফ্রন্ট দেশ জাতি ও সুন্নীয়তের সুরক্ষায় কাজ করছে: চুনারুঘাটে স উ ম আব্দুস সামাদ ।
চুনারুঘাটে পারিবারিক বিরোধের জের ধরে নিহত-১ অভিযোগের তীর মায়ের দিকে।
শ্রীমঙ্গলে খাদ্যবান্ধব চাল বিতরণে ওজনে কারচুপি, ক্ষুব্ধ উপকারভোগীরা।
কমলগঞ্জে মানবতার ফেরিওয়াল আরেক নাম নিসচা সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম।
শ্রীমঙ্গলে সমাজকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত।
মৌলভীবাজারে ৩৬০ আউলিয়ায়ে কেরামের নামের তালিকা সংশোধন সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত।