নিজস্ব প্রতিবেদক। ০২ জুন ২০২৫ ০৮:৩২ পি.এম
শ্রীমঙ্গলে ৪ দিনব্যাপী কমিউনিটি-ভিত্তিক ই-কমার্স (সিবিইসি) প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ব্যাপক উৎসাহ ও অংশগ্রহণের মধ্য দিয়ে ৪ দিনব্যাপী "ডিজিটাল উদ্ভাবনের মাধ্যমে তৃণমূল পর্যায়ের উদ্যোক্তাদের ক্ষমতায়ন" শীর্ষক কমিউনিটি-ভিত্তিক ই-কমার্স (সিবিইসি) প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) ও ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) এর যৌথ পরিচালনায় এবং ভ্রমণ-প্রযুক্তি সংস্থা গোবাংলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর সহায়তায় ৩০ মে থেকে ০২ জুন পর্যন্ত ৪ দিনব্যাপী শ্রীমঙ্গলের মাহসিন অডিটোরিয়ামে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ই-ক্যাবের সিনিয়র ম্যানেজার এসএম একরামুল হক এবং বিশেষ অতিথি ছিলেন গোবাংলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা জামান।
প্রধান অতিথি ই-ক্যাবের সিনিয়র ম্যানেজার এসএম একরামুল হক অনুষ্ঠানটি তৃণমূল পর্যায়ের উদ্যোক্তা এবং এই অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল রূপান্তরের প্রচারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত উল্লেখ করে বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের জন্য বাজার অ্যাক্সেস বৃদ্ধিতে সম্প্রদায়ভিত্তিক ডিজিটাল বাণিজ্যের গুরুত্বপূর্ণ ভূমিকা রায়েছে।
সারা বাংলাদেশে টেকসই ই-কমার্স মডেল বিকাশে ই-ক্যাবের প্রতিশ্রুতিও তুলে ধরে তিনি বলেন, সিবিইসি উদ্যোগের লক্ষ্য হল বাস্তবমুখী প্রশিক্ষণ, ডিজিটাল সরঞ্জাম এবং পরামর্শদানের সুযোগ প্রদানের মাধ্যমে সম্প্রদায়-স্তরের ই-কমার্সের জন্য একটি শক্তিশালী বাস্তুতন্ত্র গড়ে তোলা। এটি স্থানীয় উৎপাদক, মহিলা উদ্যোক্তা এবং তরুণদের জাতীয় এবং আন্তর্জাতিক উভয় বাজারে সেবা প্রদানে সক্ষম প্রতিযোগিতামূলক ডিজিটাল ব্যবসায়ীতে রূপান্তরিত করার কল্পনা করে। এই অনুষ্ঠানটি একটি বৃহত্তর মিশনের অংশ যা একটি স্মার্ট বাংলাদেশ গঠনের জাতীয় এজেন্ডার সাথে সামঞ্জস্যপূর্ণ, যেখানে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং প্রযুক্তি-চালিত উদ্ভাবন একসাথে চলে।
গোবাংলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা জামান তার উদ্যোক্তা যাত্রার মাধ্যমে দর্শকদের অনুপ্রাণিত করেন উল্লেখ করে তিনি আরো বলেন, মোহাম্মদ মোস্তফা জামান প্রযুক্তির মাধ্যমে স্থানীয় অর্থনীতির রূপান্তরে ডিজিটাল সাক্ষরতা, স্মার্ট ব্যবসায়িক কৌশল এবং যুব সম্পৃক্ততার গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে সক্ষম হয়েছেন। তাই প্রশিক্ষণ প্ল্যাটফর্ম তৈরি এবং বিশ্ববাজারের সাথে গ্রামীণ উদ্যোক্তাদের সংযুক্ত করার ক্ষেত্রে গোবাংলার প্রতি আমাদের পূর্ণ সমর্থন আছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষক অজয় কর্মকার, অভিজ্ঞ উদ্যোক্তা, উদীয়মান স্টার্টআপ, স্থানীয় ব্যবসায়ী এবং প্রতিশ্রুতিশীল তরুণ-তরুণী সহ মৌলভীবাজার জেলার ১৫০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
নানা শ্রেনীপেশার লোকজনের বৈচিত্র্যময় অংশগ্রহণ অনুষ্ঠানটিতে ব্যবসায়িক অনুশীলন বৃদ্ধির জন্য ডিজিটাল প্ল্যাটফর্ম গ্রহণে সম্প্রদায়ের ক্রমবর্ধমান আগ্রহ এবং প্রস্তুতির প্রতিফলন ঘটায়। ইন্টারেক্টিভ আলোচনা, নেটওয়ার্কিং সুযোগ এবং সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়, যা অংশগ্রহণকারীদের ডিজিটাল উদ্যোক্তার দিকে তাদের প্রথম পদক্ষেপ নিতে অনুপ্রাণিত এবং প্রস্তুত করে তোলে।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের সম্পূর্ণ বিনামূল্যে এ প্রশিক্ষণ দেওয়া হয়। ৪ দিনব্যাপী কর্মশালায় প্রতিদিন সকাল ০৯টা থেকে বিকেল ০৫টা পর্যন্ত ১ ঘন্টা বিরতিসহ দুই শিফটে প্রশিক্ষক অজয় কর্মকার এবং মোহাম্মদ মোস্তফা জামান প্রশিক্ষণ প্রদান করেন। অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদেরকে টি-শার্ট, স্বচ্ছ ফাইল, কলম, নোটপ্যাড ইত্যাদি প্রশিক্ষণ উপকরণ প্রদান করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে সার্টিফিকেট প্রদান করা হবে বলে জানিয়েছেন উদ্যোগতারা।
২০ সেপ্টেম্বর জমিয়তের উলামা-মাশায়েখ সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে বৈঠক অনুষ্ঠিত।
ধর্ষন চেষ্টা থেকে বাঁচতে দেবরের বিশেষ অঙ্গ কেটে ফেলার দাবি ভাবির ।
শমশেরনগর জেনারেল হাসপাতালে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত।
মৌলভীবাজারে ছাত্রলীগের নেতা রাজিবের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।
মেডিকেল রিপোর্ট ও এম্বাসি ছাড়া প্রবাসে পাড়ি দেওয়ার অপচেষ্টা।
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের প্রতিবাদ সভা ।
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কমলগঞ্জে মানববন।
মৌলভীবাজারে কিওর এর যুক্তিযুদ্ধ-২০২৫ অনুষ্ঠিত।
ইসলামি ছাত্রশিবির আদমপুর ইউনিয়ন শাখার উদ্যোগ এসএসসি/দাখিল সমমান উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত।
পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের নতুন কমিটি ঘোষণা, আগামী মাসে ফ্রি মেডিকেল ক্যাম্প।
দেশ সংস্কারে ‘মুজিববাদী সংবিধান’ সংস্কার প্রয়োজন: নাহিদ
মৌলভীবাজারে বিপিকেএফ প্রতিনিধি সভায় সিলেট বিভাগীয় কমিটি গঠন।
ছাতকে মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকি পালিত।
বাড়ির আঙ্গিনায় মাটি খুঁড়তেই মিলল গ্রেনেড।
শ্রীমঙ্গল কাকিয়া ছড়া চা বাগানে হৃদয় হত্যাকারী দুই খুনি গ্রেফতার।
ইউনিয়ন বিএনপি নেতার কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার।
জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখার কমিটি গঠন।
শ্রীমঙ্গলে এক গৃহবধুর অর্ধ গলিত মৃতদেহ উদ্ধার ।
কমলগঞ্জে হাসপাতালের বারান্দায় বিনা চিকিৎসা পড়ে থাকা অজ্ঞাত নারী পরিবারের সন্ধান ও পূর্ণবাসনে সহযোগিতা কামনা।
মৌলভীবাজারে আসামিকে জামিনের প্রলোভনে টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক গ্রেফতার।
মৌলভীবাজারে মোঃ মাসুদ ফাউন্ডেশনের ৪৪তম নিয়মিত মাসিক খাদ্যসামগ্রী বিতরণ।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভালুকায় অপরাধ অনুসন্ধান পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
ইকোনমিক ডিপ্লোম্যাসিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন শ্রীমঙ্গলের মির্জা রাসেল ।
গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি কর্তৃক দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ এবং অপিনিয়ন শেয়ারিং সেমিনারঃ।
মানবাধিকার ঐক্য পরিষদ, শ্রীমঙ্গলের পূর্ণাঙ্গ কমিটি গঠন।
বাংলাদেশ মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্টের উপদেষ্টা আব্দুল মজিদের স্মরণে শোক সভা।
কমলগঞ্জে ব্র্যাকের উদ্যোগে স্বপ্নসারথি দলের কিশোরীদের নিয়ে স্বপ্নের মেলা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কমলগঞ্জ শাখার উদ্যোগে দুইদিন ব্যাপী জোনাল কর্মশালা অনুষ্ঠিত।
মৌলভীবাজারে এনসিপি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিবকে অবাঞ্চিত ঘোষণা।
শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা মোবারক হোসেন খানকে রাজনগর থানার ওসি হিসেবে পদায়ন ।