বৃহস্পতিবার ২১ আগষ্ট ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

মৌলভীবাজারে কিওর এর যুক্তিযুদ্ধ-২০২৫ অনুষ্ঠিত।

আবদাল মিয়া মৌলভীবাজার প্রতিনিধি। ০৯ আগষ্ট ২০২৫ ০৭:০৭ পি.এম

মৌলভীবাজার ছবি: সংগ্রহীত

মৌলভীবাজারে কিওর এর যুক্তিযুদ্ধ-২০২৫ অনুষ্ঠিত

 

মৌলভীবাজারে কমিউনিটি ইউনাইটেড ফর রিলিফ অ্যান্ড এম্পাওয়ারমেন্ট (কিওর)-এর আয়োজনে এবং নেক্সটেল একাডেমি উদ্যোগে জেলা শহরের সনামধন্য ৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩জন করে মোট ১২জন তার্কিকদের নিয়ে "যুক্তিযুদ্ধ-২০২৫" শিরোনামক বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৭ আগষ্ট) সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজার শহরের শমশেরনগর সড়কস্থ আল হারামাইন এর ৩য় তলায় নেক্সটেল একাডেমি হলরুমে অনুষ্ঠিত যুক্তিযুদ্ধে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের হয়ে কৌনিষ্ক ভট্টাচার্য, রাজদ্বীপ পাল ও সাইদুল ইসলাম বায়জিত, কাশীনাথ আলাউদ্দিন হাইস্কুল এন্ড কলেজের হয়ে প্রশান্ত পাল, তাহমিদ আহমদ ও মোঃ মুহাইমিনুল ফারাবী, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের হয়ে জান্নাত আক্তার সিমি, তৃষা দেব ও তাসনিয়া নুসরাত তামান্না এবং আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হয়ে সৈয়দা ওয়াজিহা, নাজিফা আনজুম ও হুমায়রা বিনতে হোসেন অংশগ্রহণ করেন।

 

প্রথম পর্বের সেমি-ফাইনাল-১ এ "আদর্শ ছাড়া রাজনীতি, জাতির জন্য সবচেয়ে বড় হুমকি" শিরোনামক বিষয়ের পক্ষে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় তার্কিকদল ও বিপক্ষে কাশীনাথ আলাউদ্দিন হাইস্কুল এন্ড কলেজ তার্কিকদল অংশগ্রহণ করে তুমুল যুক্তি-তর্ক ও তথ্য উপস্থাপন করে বিপক্ষদল কাশীনাথ আলাউদ্দিন হাইস্কুল এন্ড কলেজ এবং সেমি-ফাইনাল-২ এ "বিপ্লব কখনোই সহিংসতা ছাড়া সম্ভব নয়- এই ধারণা ভুল" শিরোনামক বিষয়ের পক্ষে হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় তার্কিকদল ও বিপক্ষে আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় তার্কিকদল অংশগ্রহণ করে তুমুল যুক্তি-তর্ক ও তথ্য উপস্থাপন করে বিপক্ষদল আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ফাইনালে উত্তীর্ণ হয়। ফাইনাল পর্বে "বাংলাদেশের শিক্ষাব্যবস্থা ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে ব্যর্থ" শিরোনামক বিষয়ের পক্ষে সেমি-ফাইনাল-১ বিজয়ী কাশীনাথ আলাউদ্দিন হাইস্কুল এন্ড কলেজ এবং বিপক্ষে সেমি-ফাইনাল-২ বিজয়ী আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় তার্কিকদল অংশগ্রহণ করে তুমুল যুক্তি-তর্ক ও তথ্য উপস্থাপন করে বিপক্ষদল আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বিজয় অর্জন করে। শ্রেষ্ঠ বক্তা হিসেবে আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হুমায়রা বিনতে হোসেন নির্বাচিত হন।

 

যুক্তিযুদ্ধ প্রতিযোগিতার মডারেটরের দায়িত্ব পালন করেন কিওর ভলান্টিয়ার জাওয়াদ আহমেদ কোরায়েশি। বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ সাংবাদিক সমাজকল্যাণ সমিতি (বিজেএসডব্লিউএ) আহবায়ক কবি সালেহ আহমদ (স'লিপক), রূপান্তর আস্থা প্রকল্প সিলেট ক্লাস্টারের মনিটরিং এন্ড রিপোর্টিং অফিসার আয়শা আক্তার রুমানা, ইউএনডিপি এর সাবেক নির্বাহী সদস্য সিপন দেব।

 

দ্বিতীয় পর্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কিওর-এর চেয়ারপার্সন শাহ মো. তানভীর আহমদ রিমন এর সভাপতিত্বে অতিথি ছিলেন নেক্সটেল একাডেমির পরিচালক শেখ ইফতি, একাডেমির শিক্ষক মোঃ সোহেল, শিক্ষক জেরিন আক্তার প্রমুখ।

 

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, এক্সট্রা কারিকুলার কার্যক্রমের মধ্যে বুদ্ধিভিত্তিক কার্যক্রম হিসেবে যুক্তিযুদ্ধ তথা বিতর্ক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান সময়ে বিভিন্ন সভা-সেমিনার, সিম্পোজিয়াম, উৎসব, প্রতিযোগিতা ইত্যাদির আয়োজন করে "কিওর" অনেক সমৃদ্ধ হিসেবে আবির্ভূত হয়েছে। আজকের তার্কিকরা আগামীতে দেশ গড়ার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি।

 

বিচারকরা তাদের বক্তব্যে বলেন, ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে যুক্তিযুদ্ধ তথা বিতর্ক প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। বিতর্ক প্রতিযোগিতার মাধ্যমে পরিশীলিতা, নৈতিকতা, গণতান্ত্রিক চিন্তাধারা, সামাজিক দায়বদ্ধতা তথা আমাদের অজানা এবং ভুল চিন্তাধারার ক্রমগতি ও এর প্রতিফল ফুটে উঠে। যার দ্বারা আমরা পরবর্তীতে সংশোধিত হই। এছাড়া আমাদের চিন্তাধারা উপস্থাপনের মাধ্যমে বিপক্ষকে ভুল পথ থেকে ফিরে সঠিক পথ-মত অনুসরণ-অনুকরণের আহবান করার সমূহ সুযোগ পাওয়া যায়। আজকের প্রতিযোগিতায় ৩টি ভিন্ন বিষয়ের উপর যুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী তার্কিকরা সাবলীলভাবে তাদের যুক্তি-তর্ক এবং তথ্যাদি উপস্থাপন করেছেন। তাদের পারফরম্যান্সে আমরা মুগ্ধ হয়েছি। এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে নৈতিকতা, সততা এবং দূর্নীতিবিরোধী মনোভাব গড়ে তোলার একটি কার্যকর উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে মন্তব্য করে বিচারকরা যুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

 

সভাপতির বক্তব্যে মৌলভীবাজারে কমিউনিটি ইউনাইটেড ফর রিলিফ অ্যান্ড এম্পাওয়ারমেন্ট (কিওর)-এর চেয়ারপার্সন শাহ মো. তানভীর আহমদ রিমন বলেন, শিক্ষার্থীদের মধ্যে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চার মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে মূলত আজকের এই যুক্তিযুদ্ধের আয়োজন করা। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মাঝে সততা, নৈতিকতা ও দেশপ্রেম গড়ে তুলতে সঠিক দিকনির্দেশনা ও মূল্যবোধ শিক্ষা দেওয়া প্রয়োজন। তোমাদের আচরণে, চিন্তায়, সিদ্ধান্তে এবং দায়িত্ব পালনে যেন সবসময় সততা ও আদর্শের ছাপ থাকে- এটাই আজকের আয়োজনের মূল উদ্দেশ্য। এই আয়োজন শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং নিজের ভেতর প্রশ্ন করা, ভাবনা জাগানো এবং সমাজকে পরিবর্তন করার একটি সুযোগ। ভবিষ্যতে তোমাদেরই নেতৃত্ব দিতে হবে এই দেশকে। তাই নিজেকে গড়ে তুলো একজন সৎ, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে। আজকের আয়োজনে উপস্থিত থেকে যারা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তুলেছেন, বিশেষ করে অতিথিবৃন্দ, বিচারকবৃন্দ সহ উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

 

অনুষ্ঠান শেষে বিজয়ীদল সহ অংশগ্রহণকারীদের মাঝে অতিথিবৃন্দ এবং বিচারকবৃন্দরা সনদপত্র, ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করেন। এসময় কিওর এর নেতৃবৃন্দ, নেক্সটেল একাডেমির শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, অংশগ্রহণকারী তার্কিকদের সহপাঠী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

 

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা, উপস্থাপনা ও সঞ্চালনায় ছিলেন মৌলভীবাজারে কমিউনিটি ইউনাইটেড ফর রিলিফ অ্যান্ড এম্পাওয়ারমেন্ট (কিওর)-এর ভাইস চেয়ারপার্সন ফাতেমা জান্নাত রিয়া এবং ভলান্টিয়ার কো-অর্ডিনেটর আবু সাইদ।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

২০ সেপ্টেম্বর জমিয়তের উলামা-মাশায়েখ সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে বৈঠক অনুষ্ঠিত।

news image

ধর্ষন চেষ্টা থেকে বাঁচতে দেবরের বিশেষ অঙ্গ কেটে ফেলার দাবি ভাবির ।

news image

শমশেরনগর জেনারেল হাসপাতালে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত।

news image

মৌলভীবাজারে ছাত্রলীগের নেতা রাজিবের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।

news image

মেডিকেল রিপোর্ট ও এম্বাসি ছাড়া প্রবাসে পাড়ি দেওয়ার অপচেষ্টা।

news image

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের প্রতিবাদ সভা ।

news image

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কমলগঞ্জে মানববন।

news image

মৌলভীবাজারে কিওর এর যুক্তিযুদ্ধ-২০২৫ অনুষ্ঠিত।

news image

ইসলামি ছাত্রশিবির আদমপুর ইউনিয়ন শাখার উদ্যোগ এসএসসি/দাখিল সমমান উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত। 

news image

পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের নতুন কমিটি ঘোষণা, আগামী মাসে ফ্রি মেডিকেল ক্যাম্প।

news image

দেশ সংস্কারে ‘মুজিববাদী সংবিধান’ সংস্কার প্রয়োজন: নাহিদ

news image

মৌলভীবাজারে বিপিকেএফ প্রতিনিধি সভায় সিলেট বিভাগীয় কমিটি গঠন।

news image

ছাতকে মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকি পালিত।

news image

বাড়ির আঙ্গিনায় মাটি খুঁড়তেই মিলল গ্রেনেড।

news image

শ্রীমঙ্গল কাকিয়া ছড়া চা বাগানে হৃদয় হত্যাকারী দুই খুনি গ্রেফতার।

news image

ইউনিয়ন বিএনপি নেতার কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার।

news image

জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখার কমিটি গঠন। 

news image

শ্রীমঙ্গলে এক গৃহবধুর অর্ধ গলিত মৃতদেহ উদ্ধার ।

news image

কমলগঞ্জে হাসপাতালের বারান্দায় বিনা চিকিৎসা পড়ে থাকা অজ্ঞাত নারী পরিবারের সন্ধান ও পূর্ণবাসনে সহযোগিতা কামনা। 

news image

মৌলভীবাজারে আসামিকে জামিনের প্রলোভনে টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক গ্রেফতার।

news image

মৌলভীবাজারে মোঃ মাসুদ ফাউন্ডেশনের ৪৪তম নিয়মিত মাসিক খাদ্যসামগ্রী বিতরণ।

news image

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভালুকায় অপরাধ অনুসন্ধান পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।

news image

ইকোনমিক ডিপ্লোম্যাসিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন শ্রীমঙ্গলের মির্জা রাসেল ।

news image

গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি কর্তৃক দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ এবং অপিনিয়ন শেয়ারিং সেমিনারঃ।

news image

মানবাধিকার ঐক্য পরিষদ, শ্রীমঙ্গলের পূর্ণাঙ্গ কমিটি গঠন।

news image

বাংলাদেশ মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্টের উপদেষ্টা আব্দুল মজিদের স্মরণে শোক সভা। 

news image

কমলগঞ্জে ব্র্যাকের উদ্যোগে স্বপ্নসারথি দলের কিশোরীদের নিয়ে স্বপ্নের মেলা অনুষ্ঠিত হয়।  

news image

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কমলগঞ্জ শাখার উদ্যোগে দুইদিন ব্যাপী জোনাল কর্মশালা অনুষ্ঠিত। 

news image

মৌলভীবাজারে এনসিপি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিবকে অবাঞ্চিত ঘোষণা।

news image

শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা মোবারক হোসেন খানকে রাজনগর থানার ওসি হিসেবে পদায়ন ।