নিজস্ব প্রতিবেদক। ১২ ডিসেম্বার ২০২৪ ০২:৩৫ পি.এম
কনকনে শীতে কাঁপছে মৌলভীবাজার তাপমাত্রা ১১.৯ ডিগ্রী।
স্বরূপে ফিরেছে শীতকাল। বইছে হিমেল হাওয়া। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে চারপাশ। কনকনে ঠান্ডায় কাঁপছে প্রকৃতি ও জনজীবন। কোথাও সারা দিনই সূর্যের দেখা মিলছে না। এতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ চরম কষ্টে আছেন। ঠান্ডাজনিত অসুখে ভুগছেন শিশু ও বয়স্করা।
চা বাগান, হাওর ও পাহাড় বেষ্টিত জেলা মৌলভীবাজারে বেড়েছে শীতের তীব্রতা। গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রিতে ওঠানামা করলেও আজ বৃহস্পতিবার সকাল ৬টায় তাপমাত্রা নেমেছে ১১.৯ ডিগ্রি সেলসিয়াসে। জেলাজুড়ে বেশি ঘন কুয়াশা লক্ষ করা গেলেও চা বাগান অধ্যুষিত ও হাওর এলাকায় মানুষের মধ্যে শীতের তীব্রতা বেশি অনুভূতি হচ্ছে। মৌলভীবাজার জেলার ওপর দিয়ে কয়েকদিন ধরে বইছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। কয়েকদিনের কনকনে শীত ও হিমেল হাওয়ার কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে।
মৌলভীবাজারের দিনমজুর রিপন আহমেদ বলেন তীব্র শীতের কারণে ঘর থেকে বের হওয়া যাচ্ছে না কাজ কর্ম নাই পকেটে টাকা নাই সংসার চালাবো কি ভাবে অনেক কষ্টে দিনযাপন করছি।
এদিকে ঠাণ্ডায় কাজে বের হতে না পেরে বিপাকে পড়েছেন শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। ঠাণ্ডায় গরম কাপড়ের অভাবে শীত কষ্টে পড়েছে চা জনপদের মানুষ। বিশেষ করে বেশি দুর্ভোগে পড়েছে বয়স্ক ও শিশুরা। শ্রীমঙ্গলের কালিঘাট চা বাগানের চা শ্রমিক বিনয় দাস বলেন, ‘গত কয়েকদিন শীতের তীব্রতা খুব বেশী লাগছে। ঘন কুয়াশা বেশি থাকায় সূর্যের অলোর দেখা পাওয়া যায়নি। অনেক কষ্টে দিন যাপন করছি পরিবার নিয়ে
টমটম চালক করিম মিয়া বলেন, সকাল থেকে তীব্র ঠান্ডা ও কুয়াশার কারণে গাড়ী চালাইতে পারছি না তারপরও পেটের জালায় বের হই। রুজি না করলে পরিবার চলবে কি করে
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র সহকারী আনিসুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার তাপমাত্রা ১১.৯, বুধবার ১২.২, মঙ্গলবার ১৩.৫, সোমবার ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর আগের দিন রবিবার তাপমাত্রা ১৪.৩ ডিগ্রি ও শনিবার ১৩.৫,শুক্রবার ১৩.৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়।
এদিকে শীত আসার সঙ্গে সঙ্গে জেলায় বেড়েছে শীতজনিত রোগ। সর্দি-কাশি, জ্বর, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগের আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, ‘নানা বয়সী মানুষ সর্দি-কাশি, জ্বর, নিউমোনিয়া নিয়ে আসেন। হাসপাতালে ভর্তি কম হলেও আউটডোরে চিকিৎসা নিচ্ছেন অনেক রোগী। তারমধ্যে চা বাগানের শ্রমিক ও হাওর এলাকার নিম্ন আয়ের মানুষ রয়েছে।’
তিনি আরো বলেন, এছাড়াও প্রতিদিনের মত শীতজনিত রোগে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালসহ উপজেলার বিভিন্ন হাসপাতালে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। হাসপাতালে ভর্তি কম হলেও ছাড়া আউটডোরে চিকিৎসা নিচ্ছেন বহু রোগী।
শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ৪৫ বোতল Eskuf (কোডিন) উদ্ধার' আটক-১
পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক অভিন্ন মানদন্ডে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাকে শ্রেষ্ঠ ঘোষণা।
সাহিত্য সংগঠনদের ব্যানারে ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদ মানববন্ধন অনুষ্ঠিত ।
কেউ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা- স্বরাষ্ট্র উপদেষ্টা।
মৌলভীবাজারে আইনজীবী সুজন মিয়াকে হত্যার ঘটনার ৩দিন পর রহস্যের জট খুলেছে।
চরম বৈষম্যের শিকার ১৭ বছর পদোন্নতি বঞ্চিত কর্মকর্তা আমিনুল।
কার্ডিফে স্বাধীনতা দিবসের আলোচনা, ঈদ পুনর্মিলনী ও ফিলিস্তিনিদের হেফাজতের জন্য মোনাজাত অনুষ্ঠিত।
মৌলভীবাজারে লুটপাট করে কেউ ছাড় পাবে না- পুলিশ সুপার।
শ্রীমঙ্গলের আমানতপুরে এ পর্যন্ত চার বাড়িতে দল বেঁধে হামলার অভিযোগ।
শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচয়পত্র বিতরণ ও ঈদপূর্নমিলনী।
কমলগঞ্জে কবি খালিদ সাইফুল্লাহ রচিত 'আমার বাবা মো. বজলুর রহমান' গ্রন্থের প্রকাশনা ও মোড়ক উন্মোচন।
শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মহসিন মিয়া মধুর জামিন লাভ।
গাজীপুরে ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ।
শ্রীমঙ্গলে আলোচিত আনার মেম্বারসহ ৩৮ জনের বিরুদ্ধে পুলিশ হত্যা চেষ্টা মামলা।
নিসচা কমলগঞ্জ শাখার সভাপতি ও সম্পাদক সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।
মৌলভীবাজারে মোঃ মাসুদ ফাউন্ডেশনের ৪১তম মাসিক অনুদানসহ নগদ অর্থ, পোষাক ও খাদ্যসামগ্রী বিতরণ।
ঈদ আনন্দ : একাল-সেকাল
শ্রীমঙ্গলের সিন্দুর খানে শিক্ষকদের সন্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত।
সাংবাদিকদের সম্মানে হাজী সেলিম ফাউন্ডেশন এর ইফতার মাহফিল ও মতবিনিময় সভা।
আদমপুরে বিএনপির অঙ্গ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত।
খেলাফত মজলিস কমলগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
আজ ২য় দিনের মত নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ শাখা পক্ষ থেকে ইফতার সামগ্রিক ও ঈদ উপহার বিতরণ করা হয়।
নামাজে রেখে পিকআপ গাড়ি চুরি, হবিগঞ্জ থেকে উদ্ধার করলেন শ্রীমঙ্গল থানা পুলিশ।
ফিলিস্তিন ও ভারতে মুসলমানদের হত্যার প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ মিছিল।
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে ১২শত পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ।
ওমরাহ ভিসা বন্ধ করেনি সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় - ধর্ম উপদেষ্টা ।
নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবীতে শ্রীমঙ্গলে সনাক-টিআইবির মানববন্ধন।
ইসলামী যুব মজলিসের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
শ্রীমঙ্গল উপজেলা জাকের পার্টির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
রাজনৈতিক প্রেক্ষাপট ও আমার ভাবনা।