নিজস্ব প্রতিবেদক। ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ০৩:৩৪ পি.এম
শ্রীমঙ্গলে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের জনৈক শৈলেন্দ্র কান্তি বিশ্বাসের ঘর থেকে তালা ভেঙ্গে চুরি হওয়া মোটরসাইকেলটি সিলেট থেকে উদ্ধার এবং এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
শ্রীমঙ্গল থানা পুলিশের সূত্রে জানা যায়,মোটর বাইকের মালিক শৈলেন্দ্র কান্তি বিশ্বাসের পিতার নাম সুশীল কান্তি বিশ্বাস, ভৈরবগঞ্জ বাজারের ইমাম বাজার রোডস্থ তার নিজ বাড়ি থেকে তালা ভেঙ্গে গত ২১ ফেব্রুয়ারি রাত অনুমান দুইটা থেকে ভোর ছয়টার কোন এক সময়ের মধ্যে কেবা কারা সুজুকি ব্র্যান্ডের নীল রংয়ের gixxer SF মোটর সাইকেল, যাহার রেজিঃ নং মৌলভীবাজার ল-১১-৫০৯৮, ইঞ্জিন নং-BGA1-799277, চেসিস নং-RMBL-ED11J-106317. ৩,৫০,০০০/-পঞ্চাশ হাজার) টাকা মূল্যের মোটর বাইকটি চুরি করে নিয়ে যায়।
এ ঘটনায় থানায় অভিযোগ করলে,মোটরসাইকেল চুরির মামলায় তিনজনকে গত রাতের বিভিন্ন সময়ে গ্রেফতার করে পুলিশ।
এর মধ্যে সাইকেলটির ক্রেতা হিসাবে যার কাছ থেকে উদ্ধার করা হয়েছে তাকেও গ্রেফতার করা হয়েছে সিলেট থেকে, তার নাম কামিল আহমদ পিতা শামসুল হক গ্রাম চারিগ্রাম, (আটগ্রাম) থানা- জকিগঞ্জ, জেলা সিলেট।
এদিকে আটক কামিল আহমেদের তথ্য মতে চোরচক্রের সদস্যদের মধ্য থেকে দুইজনকে অভিযান চালিয়ে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।
গ্রেফতারকৃতদের থেকে একজনকে
শ্রীমঙ্গলের শাহিবাগ থেকে ছালাম মিয়া (২৩) পিতা ওয়াজেদ মিয়া গ্রাম কালাপুর (গাজীপুর) থানা-শ্রীমঙ্গল, মৌলভীবাজার কে গ্রেফতার করা হয় এবং
একই উপজেলার আশিদ্রোন ইউপি এলাকা থেকে মোঃ সুমন আহমদ পিতা মৃঃ আঃ মোতালের গ্রাম কালাপুর (গাজীপুর) থানা শ্রীমঙ্গল, মৌলভীবাজার কে গ্রেফতার করে শ্রীমঙ্গল থানা পুলিশ ।
পুলিশ জানান,এই অভিযানে এএসপি আনিসুর রহমান এর পরামর্শে অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম এর দিকনির্দেশনায় তদন্ত কর্মকর্তা মোবারক হোসেন খান এর সরেজমিন অভিযানে এসআই আব্দুর রহিম সহ পুলিশের অন্যান্য অফিসারদের সহযোগিতায় দীর্ঘ সময় তথ্য-উপাত্ত সংগ্রহ করে গাড়ি ক্রেতা ও চোর চক্রের দুজনসহ মোট তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
এ ব্যাপারে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বলেন আমর সিলেটকে বলেন আমরা তাদেরকে গ্রেফতার করেছি এবং বাকি যে চুরিগুলো ঘটেছে তার জন্য আমরা চেষ্টা করছি, আমরা সাংবাদিকদের মাধ্যমে সবাইকে একটি বিষয়ে জানিয়ে দিতে চাই সেটি হচ্ছে লক্ষ টাকা দিয়ে আপনি যে জিনিসটি ক্রয় করবেন তার নিরাপত্তার জন্য সামান্য অর্থ ব্যয় করতে হয়, তাও করে নিবেন অর্থাৎ তিনি প্রতিটি গাড়িতে জিপিএস ট্র্যাকার লাগিয়ে দেওয়ার জন্য পরামর্শ দেন। এতে গাড়িটির প্রাথমিক তথ্য কমপক্ষে আমরা নিশ্চিত হতে পারি। তিনি আরো জানান আইন মোতাবেক আটককৃতদের কোর্টে প্রেরণ করা হবে। এ ব্যাপারে আরো এপর জড়িত আছে কিনা তা তদন্ত করা হচ্ছে।
ঐতিহাসিক ৭ মার্চ আজ
শ্রীমঙ্গলে চোরাইকৃত মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চেয়ারম্যান-মেয়র হতে লাগবে স্নাতক ডিগ্রি, হবে না সরাসরি ভোট
কবি বেল্লাল হাওলাদারের প্রথম গল্পগ্রন্থ ‘স্মৃতিরা অমলিন‘-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু কাল; উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা
বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশন গঠন করা হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা
বিডিআর হত্যাকাণ্ড তদন্তে ৭ সদস্যের কমিশন গঠন করা হয়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা
বাংলাদেশের গণমাধ্যম সংস্কারে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা প্রদানের আগ্রহ প্রকাশ ।
বিগত ১৫ বছরের নির্বাচন স্পষ্টত প্রহসন -ধর্ম উপদেষ্টা ।
বিডিআর হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিতকরণে আগামী ০৫ (পাঁচ) কার্যদিবসের মধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হবে- স্বরাষ্ট্র উপদেষ্টা ।
ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ল