নিজস্ব প্রতিবেদক। ১২ মার্চ ২০২৫ ১২:৩৭ এ.এম
মাদক চোরাকারবারির প্রতিবাদ করায় সাংবাদিক দম্পতির বিরুদ্ধে চাঁদাবাজির মামলার অভিযোগ
শ্রীমঙ্গলের সীমান্তবর্তী সিন্দুরখান ইউনিয়নে মদ, গাঁজা ও ইয়াবা চোরাকারবারির বিরুদ্ধে প্রতিবাদী ভুমিকা পালন করায় স্থানীয় এক সাংবাদিক দম্পতির বিরুদ্ধে একের পর এক মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান খান ইউনিয়নের মাজেরগাঁও গ্রামের জনৈক ফ্রান্স প্রবাসী হাফিজুর রহমান এর পৃষ্ঠপোষকতায় তার সহযোগীরা দীর্ঘদিন ধরে ভারতীয় অবৈধ মাদক ব্যবসা পরিচালনা করছেন। এলাকায় এমন অভিযোগ উঠায় স্থানীয় সাংবাদিক শেখ জসিম সংবাদ প্রচার করে। এতে ক্ষুব্ধ হয়ে হাফিজুর রহমান, তার ভাই চিহ্নিত ইবাবা ব্যবসায়ী জাফর, রাজন ও তাদের সহযোগিতারা গত ২৭ আগস্ট সাংবাদিক স্ত্রী এলাকার ষাঁড়েরগজ স্কুল থেকে বাড়ি ফেরার পথে পথ রোধ করে হামলা চালিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে বলে সাংবাদিকের স্ত্রী নুরজাহান বেগম অভিযোগ করেন।
সাংবাদিক শেখ জসিম বলেন, এঘটনার পুর্বেও মাদক ব্যবসাীরা হাফিজুর রহমান এর নেতৃত্ব তার উপর হামলা করে। স্থানীয় রা এসে তাকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। সাংবাদিক জসিম আরো জানান, স্ত্রীর উপর সন্ত্রাসী হামলায় স্থানীয় চেয়ারম্যান, মেম্বারসহ দুই গ্রামের মুরুব্বিদের কাছে বিচার প্রার্থনা করলে তারা বিচারের জন্য উভয়পক্ষকে ডেকে পাঠান। কিন্তু প্রতিপক্ষরা সেই বিচারে হাজির হয়নি। গ্রাম্য সালিশ বিচার না পেয়ে অপদস্ত ও শ্লীলতাহানির বিরুদ্ধে আমার স্ত্রী বাদী হয়ে হাফিজুর রহমান, তার ভাই জাফর, ও কুখ্যাত ইবাবা ব্যবসায়ী রাজনকে আসামী করে গত ১ সেপ্টেম্বর শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। যার নং ৪৮৫।
জানা যায়, সাংবাদিক স্ত্রী ১ সেপ্টেম্বর শ্রীমঙ্গল থানা পুলিশের দারস্ত হওয়ার পর দিন ২ সেপ্টেম্বর হাফিজুর রহমান বাদী হয়ে সাংবাদিক জসিম এর বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ এনে মৌলভীবাজার আদালতে একটি মামলা দায়ের করেন। যার নং সি আর ৩৭৩/২৪। একই দিনে হাফিজুর রহমান এর আরেক সহযোগী কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী রাজন বাদী হয়ে মৌলভীবাজার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিক দম্পতির বিরুদ্ধে পৃথক আরো একটি পিটিশন মামলা দায়ের করে। যার নং ৩২০/পি/২০২৪।
মঙ্গলবার (১১মার্চ) সাংবাদিক শেখ জসিম স্বস্ত্রীক শ্রীমঙ্গল প্রেসক্লাবে এসে এক সংবাদ সম্মেলনে হাজির হয়ে সাংবাদিকদের কাছে এসব কথা তুলে ধরেন। এসময় তিনি বলেন, একজন মফস্বল সংবাদকর্মী হিসেবে সর্বদা নানা অন্যায়, সামাজিক অবক্ষয় ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ ও সংবাদ প্রকাশ করে যাচ্ছি। আমার এলাকায় উক্ত ফ্রান্স প্রবাসী হাফিজুর রহমান এর বাসায় তার ভাইদের মাদক ব্যবসার প্রতিবাদ করার অপরাধে আমার স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা, একের পর এক মিথ্যা ও হয়রানীমূলক মামলা দিয়ে আমাকে সামাজিক ভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে হাফিজুর রহমান এর মিথ্যা মামলার অধিকাংশ স্বাক্ষীরা এভিডেভিড করে আদালতে আমার পক্ষে স্বাক্ষ্য দিয়েছেন। হয়তো সত্য একদিন ঠিকই প্রকাশ হবে। আমার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ মিথ্যা প্রমানিত হবে- কিন্তু সমাজিক ভাবে আমার হারানো সম্মান, ভাবমূর্তি কখনো কি ফিরে পাবো? এমন প্রশ্নও করেন তিনি। উপরোক্ত সংবাদ সম্মেলনে অভিযুগের ঘটনার ব্যাপারে সংবাদ লেখা পর্যন্ত ফ্রান্স প্রবাসী হাফিজুর রহমানের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
২০ সেপ্টেম্বর জমিয়তের উলামা-মাশায়েখ সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে বৈঠক অনুষ্ঠিত।
ধর্ষন চেষ্টা থেকে বাঁচতে দেবরের বিশেষ অঙ্গ কেটে ফেলার দাবি ভাবির ।
শমশেরনগর জেনারেল হাসপাতালে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত।
মৌলভীবাজারে ছাত্রলীগের নেতা রাজিবের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত।
মেডিকেল রিপোর্ট ও এম্বাসি ছাড়া প্রবাসে পাড়ি দেওয়ার অপচেষ্টা।
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের প্রতিবাদ সভা ।
সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কমলগঞ্জে মানববন।
মৌলভীবাজারে কিওর এর যুক্তিযুদ্ধ-২০২৫ অনুষ্ঠিত।
ইসলামি ছাত্রশিবির আদমপুর ইউনিয়ন শাখার উদ্যোগ এসএসসি/দাখিল সমমান উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত।
পতনউষারে আলোর পথ ইসলামি ছাত্র সংগঠনের নতুন কমিটি ঘোষণা, আগামী মাসে ফ্রি মেডিকেল ক্যাম্প।
দেশ সংস্কারে ‘মুজিববাদী সংবিধান’ সংস্কার প্রয়োজন: নাহিদ
মৌলভীবাজারে বিপিকেএফ প্রতিনিধি সভায় সিলেট বিভাগীয় কমিটি গঠন।
ছাতকে মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠা বার্ষিকি পালিত।
বাড়ির আঙ্গিনায় মাটি খুঁড়তেই মিলল গ্রেনেড।
শ্রীমঙ্গল কাকিয়া ছড়া চা বাগানে হৃদয় হত্যাকারী দুই খুনি গ্রেফতার।
ইউনিয়ন বিএনপি নেতার কাছ থেকে দুই হাজার পিস ইয়াবা উদ্ধার।
জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখার কমিটি গঠন।
শ্রীমঙ্গলে এক গৃহবধুর অর্ধ গলিত মৃতদেহ উদ্ধার ।
কমলগঞ্জে হাসপাতালের বারান্দায় বিনা চিকিৎসা পড়ে থাকা অজ্ঞাত নারী পরিবারের সন্ধান ও পূর্ণবাসনে সহযোগিতা কামনা।
মৌলভীবাজারে আসামিকে জামিনের প্রলোভনে টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক গ্রেফতার।
মৌলভীবাজারে মোঃ মাসুদ ফাউন্ডেশনের ৪৪তম নিয়মিত মাসিক খাদ্যসামগ্রী বিতরণ।
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভালুকায় অপরাধ অনুসন্ধান পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত।
ইকোনমিক ডিপ্লোম্যাসিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেন শ্রীমঙ্গলের মির্জা রাসেল ।
গুড নেইবারস বাংলাদেশ মৌলভীবাজার সিডিপি কর্তৃক দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ এবং অপিনিয়ন শেয়ারিং সেমিনারঃ।
মানবাধিকার ঐক্য পরিষদ, শ্রীমঙ্গলের পূর্ণাঙ্গ কমিটি গঠন।
বাংলাদেশ মণিপুরী মুসলিম এডুকেশন ট্রাস্টের উপদেষ্টা আব্দুল মজিদের স্মরণে শোক সভা।
কমলগঞ্জে ব্র্যাকের উদ্যোগে স্বপ্নসারথি দলের কিশোরীদের নিয়ে স্বপ্নের মেলা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস কমলগঞ্জ শাখার উদ্যোগে দুইদিন ব্যাপী জোনাল কর্মশালা অনুষ্ঠিত।
মৌলভীবাজারে এনসিপি কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিবকে অবাঞ্চিত ঘোষণা।
শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা মোবারক হোসেন খানকে রাজনগর থানার ওসি হিসেবে পদায়ন ।